• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বিশ্বব্যাংকের বৃত্তি, বিনা খরচে ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ১২:১৯ পিএম
বিশ্বব্যাংকের বৃত্তি, বিনা খরচে ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
বিভিন্ন দেশের শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের আরও ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের। প্রতিবছর শিক্ষার্থীরা দুটি সময়ে এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পায়। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।

এবছর অ্যাপ্লিকেশন উইন্ডো#১–এর জন্য ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের মার্চে। অ্যাপ্লিকেশন উইন্ডো#২–এ আবেদন শুরু হবে আগামী বছরের ২৫ মার্চে। এ ধাপে আবেদন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের জুনে।

এ বৃত্তি পেলে যেসব সুযোগ-সুবিধা পাবেন
সম্পূর্ণ টিউশন ফি
বিমানে আসা-যাওয়ার খরচ
চিকিৎসা বিমা
মাসিক উপবৃত্তি দেওয়া হবে। যার মাধ্যমে আবাসন, খাবার ও বই কেনার ব্যয় বহন করা যাবে।

আবেদন যোগ্যতা
বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
আবেদনের তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাতকসম্পন্ন করতে হবে
উন্নয়ন–সম্পর্কিত কাজের সঙ্গে ৩ বছর বা তার বেশি সময় যুক্ত থাকতে হবে।

আবেদনের পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।  

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!