• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

শাবিতে সিইই বিভাগের রজতজয়ন্তী শুরু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৭:৩৯ পিএম
শাবিতে সিইই বিভাগের রজতজয়ন্তী শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের তিন দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এক্সিড-২৩’ প্রতিযোগিতার মাধ্যমে এ রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আব্দুল মোমেন বলেন, “দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ ক্রমবর্ধমান চাহিদার আলোকে দক্ষ ও কর্মঠ ইঞ্জিনিয়ার তৈরিতে ভূমিকা রেখে আসছে। ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, যমুনা সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণ, ঢাকা মাওয়া এক্সপ্রেস ও পায়রা সেতু নির্মাণসহ বিভিন্ন টেকসই পরিবেশ প্রকল্পে এই বিভাগের গ্রাজুয়েটরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশকে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত বৈশ্বিক দুযোর্গের সম্মুখীন হতে হচ্ছে। যা আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এজন্য আমাদের প্রয়োজন এমন সব ইঞ্জিনিয়ারদের যারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং টেকসই উন্নয়নে ভূমিকা রেখে যাবে। যারা দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ডিজাইন এবং স্থাপনা নির্মাণ করতে পারবে।”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইমেরিটাস অধ্যাপক ড. মো. শামীম জেড বসুনিয়া, শাবির অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। রজতজয়ন্তী অনুষ্ঠানের সভাপতি হিসেবে সিইই বিভাগের অধ্যাপক ড. মো. মিজবাহ উদ্দিন।

Link copied!