• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বন্যার্ত ও কোটা আন্দোলনে আহতদের পাশে দাঁড়াল শাবি শিক্ষক সমিতি


শাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৪:৩৭ পিএম
বন্যার্ত ও কোটা আন্দোলনে আহতদের পাশে দাঁড়াল শাবি শিক্ষক সমিতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : প্রতিনিধি

বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতায় একদিনের ও কোটা আন্দোলনে আহতদের চিকিৎসায় একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রোববার (২৫ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবির।

আলমগীর কবির বলেন, “শাবি শিক্ষক সমিতি দেশের এই সংকটকালীন সময়ে আগস্ট মাসের একদিনের বেতন বানভাসিদের জন্য প্রদান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসের একদিনের বেতন কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের স্বজনদের প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!