• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার সময়সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৩:৪৯ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

৩ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হবে। এবার সারা দেশে ৩৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে।

বুধবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারা দেশে ৭১টি কলেজের মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

৩ নভেম্বর থেকে সারা দেশে ৩৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!