• ঢাকা
  • শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২, ০৩ মুহররম ১৪৪৬

ইবিতে ছাত্র ইউনিয়নের ১৯তম সম্মেলনের তারিখ ঘোষণা


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৬:০৩ পিএম
ইবিতে ছাত্র ইউনিয়নের ১৯তম সম্মেলনের তারিখ ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৯তম সম্মেলন আগামী ১৬ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এতে ৩৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করে সংগঠনটি।

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ ১৯তম সম্মেলন ১৬ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এতে সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ওবাইদুর রহমান আনাস ও প্রস্তুতি পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সাদীয়া মাহমুদ মীম। 

এ ছাড়া সম্মেলনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-পরিষদ গঠন করে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম সাধারণ সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়। 

এসময় সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক নূর আলম সংগঠনের সকল নেতাকর্মীকে সম্মেলনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২০ ডিসেম্বর ১৬ তম সম্মেলন, ২০২৩ সালের ২০ জানুয়ারি ১৭তম কাউন্সিল ও গত বছরের ১৫ ফেব্রুয়ারী ১৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Link copied!