ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি ও জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ঢাবিতে দুই দিনব্যাপী কোড সামুরাই— আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন-২০২২ প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ এবং বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজির (বিজেআইটি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, কোড সামুরাই কমিটির সদস্য ইয়াসুহিরো আকাশি, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, মারুবেনি কর্পোরেশন বাংলাদেশের ম্যানেজার মি. হিকারি কাওয়াই এবং আইটি কোম্পানি অনপ্রুফ লিমিটেডের সিইও মিস ইজুমি হিরাইয়ামা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আয়োজক কমিটির সদস্য সচিব ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ অনুষ্ঠান সঞ্চালন করেন।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং আইটি বিষয়ে অধ্যয়রনত শিক্ষার্থীদের ৫০টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উদ্বোধনের পর মঙ্গলবার দুপুর ১২টায় সিএসই বিভাগের ল্যাবে প্রতিযোগিতা শুরু হবে। টানা ২৪ ঘণ্টার এ হ্যাকাথন পরের দিন অর্থাৎ বুধবার (২১ ডিসেম্বর ২০২২) বেলা ১২টা পর্যন্ত চলবে। প্রতিযোগিতা চলাকালীন শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিচার করবেন। বুধবার বিকাল ৪টায় টিএসসি মিলনায়তনে হ্যাকাথনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।