• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

রোজায় নতুন সময়সূচিতে চলবে প্রাথমিক বিদ্যালয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৮:০৫ পিএম
রোজায় নতুন সময়সূচিতে চলবে প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের নতুন সময়সূচি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ক্লাস।

বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে আগামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। রোববার (১০ মার্চ) থেকে এই রুটিন কার্যকর হবে। রোববার থেকে বৃহস্পতিবার ক্লাস হবে। ক্লাস চলাকালীন দুপুরে যোহরের নামাজের জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।

এই রুটিন শুধুমাত্র রমজান মাসের জন্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এসব দপ্তর চলবে। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!