• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

লেখাপড়া শেষে সার্টিফিকেট আনতে গিয়ে লাশ হলেন মিমি


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৫:৫৮ পিএম
লেখাপড়া শেষে সার্টিফিকেট আনতে গিয়ে লাশ হলেন মিমি

লেখাপড়া শেষে করে সার্টিফিকেট আনতে যাওয়ার পথে নিহত হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) কৃষি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফসানা মিমি (২৫)।

রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

মিমির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার হিরাবাড়ি রোডের মৃত আবু হেনা মোস্তফা নীল সরদারের মেয়ে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ছিলেন। তার এক বছর বয়সী একটা মেয়ে রয়েছে।

জানা গেছে, মিমি পরিবারের বড় মেয়ে। তার ইচ্ছা ছিল বিসিএস পরীক্ষা দেবে তাই বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনতে সকালে গোপালগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্য রওনা হয়। ময়মনসিংহের যাওয়ার জন্য গোপালগঞ্জ থেকে সরাসরি কোনো গাড়ি না থাকায় ঢাকার একটি বাসে ওঠে। পথিমধ্যে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটি পৌঁছালে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে নিহত হয় মিমি।

নিহতের চাচাতো ভাই অ্যাডভোকেট এস আর রহমান বলেন, “মিমির মরদেহ শনাক্ত করা হয়েছে। আমাদের কাছে হস্তান্তর করলে মরদেহ নিয়ে আমরা বাড়ি ফিরব। মেয়েটি সার্টিফিকেট আনতে গিয়ে লাশ হয়ে ফিরল।”

Link copied!