• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৭:৫৫ পিএম
হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

হবিগঞ্জ সদর হাসপাতালের সাইফুল ইসলাম (৩৫) নামের এক ল্যাব টেকনিশিয়ানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে শহরের টাউন হল এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

তবে কী কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে কেউ তা বলতে পারছেন না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তার বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে এর জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ আহমেদ ইমতিয়াজ তুহিন জানান, সম্প্রতি কয়েকজন যুবকের সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। হয়তো এর জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাই।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, “ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজে হামলাকারীদের দেখা যাচ্ছে। পুলিশ সিসি টিভির ফুটেজটি সংগ্রহ করেছে। ওই ফুটেজ দেখে হামলাকরীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”   

Link copied!