বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় প্রেসক্লাবের এসব কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব অ্যাড. আনোয়ার হোসেন, সদস্য আব্দুলাহ আল মামুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জ্বালানী তেলের দাম বাড়ানোর অজুহাতে বাস ভাড়া বৃদ্ধি করায় সাধারণ শিক্ষার্থীদের হাফভাড়া দাবির যে আন্দোলন চলছে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সংগঠনটি।