• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

মন্দিরের প্রবেশপথ থেকে ককটেল উদ্ধার


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১০:৫৭ এএম
মন্দিরের প্রবেশপথ থেকে ককটেল উদ্ধার

খুলনা নগরীর রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দিরের প্রবেশপথ থেকে ১৮টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনা রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দিরের প্রবেশপথ থেকে এগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্তী টুটপাড়ায় একটি পূজায় অংশ নিয়ে মন্দিরে ফিরছিলেন। পথে সাদা পোশাকে দুজন ব্যক্তি নিজেদের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে মন্দিরের প্রবেশপথে বোমা রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছায়ে তল্লাশি চালিয়ে বাজারের একটি ব্যাগে ১৬টি ও বাইরে ২টি বোমাসদৃশ কৌটা দেখতে পান। এগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা মন্দিরের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেন। পরে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়।

র‌্যাব-৬-এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল মোসতাক আহমেদ সাংবাদিকদের বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

Link copied!