• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বগুড়ায় করোনায় কিশোরের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৯:০৮ পিএম
বগুড়ায় করোনায় কিশোরের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরাফাত রহমান (১৭) নামের এক কিশোর মারা গেছে। সদরের বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। সে সদর উপজেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে ২৭৫টি নমুনা পরীক্ষায় ৮৮জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এসব তথ্য জানানো হয়।

পরিসংখ্যান ডেস্ক জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হয় ১১জন। এ ছাড়া এন্টিজেন টেস্টে ২১ এবং জিন এক্সপার্ট টেস্টে একজনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬, গাবতলী ৯, শাজাহানপুরে ১২, ধুনটে ৫, নন্দীগ্রামের ২, কাহালুতে ৩, দুপঁচাচিয়ায় ৬, আদমদিঘীতে ২, শিবগঞ্জে ৩ জন রয়েছেন। একই সময়ে জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩৯, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং বিভিন্ন উপজেলায় আরও ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০২ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
 

Link copied!