এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখল কিশোরগঞ্জের পাগলা মসজিদ। দানকারীদের সুবিধার কথা বিবেচনা করে চালু করা হয়েছে মসজিদটির নিজস্ব ওয়েবসাইট www.paglamosque.org। এর মাধ্যমে ঘরে বসেই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে দানও করা যাবে মসজিদটিতে।
শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ডিজিটাল উদ্যোগ উদ্বোধন করেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান। উদ্বোধনের সময় তিনি নিজেও ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশের মাধ্যমে ৫ হাজার ৪০০ টাকা দান করেন।
ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্যসচিব মো. এরশাদ মিয়া ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
স্থানীয়রা বলেন, পাগলা মসজিদ শুধু একটি নাম নয়, এটি দেশের লাখো মানুষের কাছে আবেগের প্রতীক।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম পাশে, নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ নানা প্রয়োজনে আসেন, দান করেন এবং মানত পালন করেন। এখানে প্রতি চার মাস অন্তর দানের সিন্দুক খোলার সময় উঠে আসে কয়েক কোটি টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।
সবশেষ সিন্দুক খোলার সময় (চার মাস ১২ দিনের ব্যবধানে) রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা সংগ্রহ হয়, যা দেশের যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
ডিজিটাল এই রূপান্তরের মাধ্যমে মসজিদের কার্যক্রম আরো স্বচ্ছ, সংগঠিত ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।