পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৯:৪৪ পিএম
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তিরনই হাটের চুটচুটিয়াগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত শিশু সুমাইয়া একই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর বন্ধু-বান্ধবিদের সঙ্গে খেলা করতে যায় সুমাইয়া। বিকেলে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির কিছু দূরে থাকা পুকুরের পাশে সুমাইয়ার একটি জুতা পড়ে থাকতে দেখেন লোকজন। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শিশুটির মৃতদেহ থেকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, “মৃতদেহের প্রাথমিক সূরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!