• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুদকের মামলায় কারাগারে পুঠিয়ার সাবেক ওসি


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০২:৫৪ পিএম
দুদকের মামলায় কারাগারে পুঠিয়ার সাবেক ওসি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি সাকিল উদ্দিন আহমেদের আইনজীবী আসলাম সরকার জানান, রোববার সাকিল উদ্দিন আহমেদ জামিন চেয়ে আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৯ সালের ১১ জুন পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার ‘এসএস ব্রিকস ফিল্ড’ নামে ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে নিগার সুলতানা থানায় মামলা করেন। কিন্তু তার এজাহার গ্রহণ না করে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন ওসি। 

পরে মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) সংগ্রহ করে দেখেন, তার দেওয়া আটজন আসামির নাম নেই এজাহারে। পাল্টে দেওয়া হয়েছে ঘটনার বিবরণও। এ নিয়ে নিহতের স্ত্রী সাজেদা বেগম আদালতে নালিশি মামলা করেন।

পরে নিহত নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ১৮ জুলাই আইজি, রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি ও রাজশাহীর এসপির কাছে এজাহার বদলে ফেলার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এরপরও প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করে নিহতের পরিবার। 

এরপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয় পিবিআইকে। এছাড়া ওই ওসি সাকিলের বিরুদ্ধে ওঠা সকল অনিয়ম তদন্ত করতে দুদককেও নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের নির্দেশে অভিযোগ তদন্ত করে ওসি সাকিলসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার। এই প্রতিবেদন গত ৬ নভেম্বর হাইকোর্টে পাঠানো হয়। 

এরপর ২০১৯ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট ওসি সাকিলকে অভিযুক্ত করে আদেশ দেন। এরপর ওসি সাকিল ২০২০ সালের ১ মার্চ আপিল করেন। পরে তার সেই আপিল আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। এ নিয়ে এই বছরের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশনও (দুদক)।

Link copied!