জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকার ফসলের মাঠ থেকে মীর হোসেন (২৫) নামে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার তেঘর বিশা এলাকা থেকে ওই ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মীর হোসেন সদর উপজেলার তেঘর বিশা এলাকার ইয়াসিন আলীর ছেলে বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, রাতে দুর্বৃত্তরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নিহত মীর হোসেনকে শ্বাসরোধে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আলমগীর জাহান জানান, লাশ উদ্ধারের পর থেকে পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।