• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকের চাকা ফেটে যুবকের মৃত্যু


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:৩৯ এএম
ট্রাকের চাকা ফেটে যুবকের মৃত্যু

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার নামক স্থানে ট্রাকের চাকা ফেটে রিং ছিটকে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাসুম আহমদ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাসুম আহমদ সদরঘাট উত্তর পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুম সন্ধ্যায় মহাসড়কের পার্শ্ববর্তী চা-স্টলে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ ঢাকা থেকে সিলেটগামী অতিরিক্ত মালবাহী একটি ট্রাক সদরঘাট নতুন বাজারে আসা মাত্রই বিকট শব্দে ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় চাকার রিং ছিটকে গিয়ে পাশের দোকানে বসে থাকা মাসুমের মাথায় পড়ে। এ ঘটনায় মাসুম ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে পুলিশের পৃথক দল ও দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমনসহ গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!