• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ১১:২৩ এএম
জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় করছেন অসংখ্য মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন সব শ্রেণি-পেশা-বয়সের মানুষ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবার জন্য খুলে দেওয়া হয়। এরপর ভিড় উপেক্ষা করেই একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

সাভারের পৌর এলাকার রিফাত হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালির গর্ব। পরিবারের সবাইকে নিয়ে এসেছি ফুল দিতে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস চোখের সামনে দেখবে। যারা আত্মত্যাগ করেছে, তাদের মহান চিন্তাধারা যেন নতুন প্রজন্মের মধ্যেও সম্প্রসারিত হয়, এটাই স্বাধীনতার বড় প্রাপ্তি হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শহীদবেদিতে শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেফালী সারওয়ার বলেন, “আমাদের জন্য যারা দেশ স্বাধীন করেছেন, তাদের আদর্শে নিজেদের গড়ে তুলতে চাই।”

সকাল ৬টা ২৮ মিনিটে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এরপর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে আবারও শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

Link copied!