কক্সবাজারের মহেশখালীতে ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধে মেয়ে পক্ষের হামলায় আক্তার আহমদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল গ্রামে ছেলে জিসানের প্রেমের বিরোধে প্রতিবেশী নাসির উদ্দিনের পরিবারের হামলার শিকার হন আক্তার।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার বলেন, আক্তার আহমদের ছেলে জিসান আহমদের (১৮) সঙ্গে একই গ্রামের নাছির উদ্দিনের মেয়ে ফাতেমা বেগমের (১৬) প্রেমের সম্পর্ক রয়েছে। এরই জের ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়। মেয়ের পরিবারের আঘাতে ছেলের বাবা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, “ছেলে মেয়ের প্রেমের সম্পর্কের জেরে ছেলের বাবা আক্তার আহমদের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”