কক্সবাজারে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার চার নম্বর আসামি রিয়াজ উদ্দিন ছোটনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করলে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিয়াজ কক্সবাজারস্থ জিয়া গেস্ট ইন নামক আবাসিক হোটেলের ম্যানেজার।
বাদীর লিখিত এজাহারের বর্ণনা অনুযায়ী উক্ত আসামির সহযোগিতায় তার স্ত্রীকে ওই হোটেলের একটি কক্ষে ধর্ষণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।