• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

ফরিদপুরে কড়া নিরাপত্তায় চলছে এনসিপির পথসভা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:৫৩ পিএম
ফরিদপুরে কড়া নিরাপত্তায় চলছে এনসিপির পথসভা

কড়া নিরাপত্তার মধ্যে ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশস্থলে এনসিপির পথসভা শুরু হয়। তবে, সভায় এখনো দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় পথসভা শুরুর কথা ছিল। কিন্তু বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টা করা হয়েছে।

এদিকে, এনসিপির পথসভাকে ঘিরে সমাবেশস্থলে আসছে দলটির নেতাকর্মীরা। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। 

সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সেখানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তাদের মধ্যে দুই-একজন উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন।

ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, সকাল ১০টার বদলে দুপুর ১টার দিকে শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয়রা এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন।

সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এ সদস্য বলেন, “গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ও ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন করা সম্ভব হবে।”

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ স্থল ও আশপাশে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র্যাবের সদস্যরা টহল দেবেন। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি।”

Link copied!