• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

ঘরে ঢুকে শাশুড়ি-পুত্রবধূকে গলা কেটে হত্যা 


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:৪৭ এএম
ঘরে ঢুকে শাশুড়ি-পুত্রবধূকে গলা কেটে হত্যা 
শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

বগুড়া সদরের হরিগাড়ীতে শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন লাইলি খাতুন ও তার ছেলের স্ত্রী হাবিবা বেগম। এ সময় দুর্বৃত্তদের রামদার কোপে আহত হয় লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিগাড়ি ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।

স্থানীয় লোকজনের তথ্যমতে, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রামদা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড প্রতিবেশীরা তা বলতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে রাখা রয়েছে।

বগুড়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তের পর ধারণা করা হচ্ছে, ওই বাড়ির এক কিশোরীর সঙ্গে প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।’ 

Link copied!