পঞ্চগড়ের আটোয়ারীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী স্কুলের দক্ষিণ পাশে রেললাইনের ওপর এ ঘটনা ঘটে।
নিহত যুবক পলাশ চন্দ্র বর্মন রাধানগর ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে। তিনি জন্মগতভাবে ভারসাম্যহীন প্রতিবন্ধী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন পলাশ। রোববার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের নিচে পড়ে যান তিনি। এসময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান পলাশ। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে বিষয়টি জানালে ঘটনাস্থলে যান ইউপি চেয়ারম্যান আবু জাহেদ। তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।