• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ফাঁস নেওয়া স্ত্রীকে বাঁচিয়ে যুবকের আত্মহত্যা


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০১:২২ পিএম
ফাঁস নেওয়া স্ত্রীকে বাঁচিয়ে যুবকের আত্মহত্যা
জেলার মানচিত্র

পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস নেন রুপা খাতুন নামের এক গৃহবধূ। বিষয়টি দেখতে পেয়ে স্ত্রীকে নামিয়ে সেই দাড়িতেই ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রুপার স্বামী সোহেল রানা (২৫)। সোমবার (১৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরের ঝুটিতলায় এ ঘটনা ঘটে।  

রুপা খাতুন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

সোহেল রানা একজন ঘের ব্যবসায়ী। তিনি শ্যামনগরের খুটিকাটা গ্রামের মহসীন আলীর ছেলে। বেশ কিছুদিন ধরে তিনি সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা এলাকায় বাড়ি তৈরি করে বসবাস করছিলেন।

সোহেল রানার প্রতিবেশী কাঞ্চন রহমান বলেন, সোহেল-রুপা দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে নিকটবর্তী এলাকায় বেড়াতে যান সোহেল। আধা ঘণ্টা পর বাড়িতে এসে স্ত্রী রুপা খাতুনকে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান তিনি। তৎক্ষণাৎ স্ত্রীকে নামিয়ে খাটে শুইয়ে দেন। অচেতন স্ত্রী মারা গেছে ভেবে সোহেল রানা একই ফ্যানে গলায় দড়ি দেন। প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পৌঁছে দিলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আর অচেতন অবস্থায় রুপা খাতুনকে ভর্তি করা হয় সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে।

রুপা খাতুনের মা মঞ্জুয়ারা খাতুন বলেন, “আমার মেয়ে রুপা খাতুনের জ্ঞান ফিরেছে। সে অপেক্ষাকৃত ভালো আছে।”

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Link copied!