• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

আ.লীগ নেতা হত্যা মামলায় যুবক গ্রেপ্তার


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৩:১২ পিএম
আ.লীগ নেতা হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক (৫২) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি স্বপন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বপন সদর উপজেলার রঘুনানাথপুর কোনাচিয়াপাড়া এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় গত ২ জুলাই রঘুনাথপুর চকপাড়া এলাকায় নূরে আলম সিদ্দিকী উপস্থিতিতে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খালেকের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই রাতে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আসমাউল হোসনা (৪৬) বাদী হয়ে সদর থানার একটি মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, তথ্য উপাত্তের মাধ্যমে অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। 

Link copied!