• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ী অপহরণ, আটক তিন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৬:২৩ পিএম
খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ী অপহরণ, আটক তিন

খাগড়াছড়িতে অপহরণের ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি অপহৃত কাঠ ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম রাসেল (২৭)। এতে পরিবার-স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

খাগড়াছড়িতে মো. সফিকুল ইসলাম রাসেল (২৭) নামের এক ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী অপহরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।

পুলিশ সুপার জানান, ৯ নভেম্বর দীঘিনালার ৯ মাইল এলাকায় কাঠ বাগান দেখতে গিয়ে নিখোঁজ হন রাসেল। প্রথম দিকে এ বিষয়টি পুলিশকে কেউ অভিযোগ না করলেও ঘটনাটি শোনার পর আমলে নেন তারা। পরবর্তীতে পুলিশ খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে নিখোঁজের স্বজনদের মামলা দায়েরের কথা বলেন। এরই মধ্যে ক্লুলেস ঘটনাটির তদন্ত শুরু করে নানাভাবে সন্ধানে নামেন। পুলিশের কয়েকটি ইউনিটের চেষ্টায় প্রাথমিকভাবে তিনজনের জড়িত থাকার প্রমাণ মেলে। পরে মিঞ ধন চাকমা, সন্ধ্যা চাকমা নামে দুইজনকে চট্টগ্রাম থেকে এবং ধনঞ্জয় চাকমাকে দীঘিনালা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারদের বিকেলে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপারের ধারণা, তারা অনলাইন জুয়ার টাকার দেনা শোধ করতেই রাসেলকে অপহরণ করা হয়েছে।

রাসেলের অনুসন্ধানে পুলিশি অভিযান ছাড়াও বিস্তারিত তদন্ত কার্যক্রম চালাচ্ছেন বলেন জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে জেলা শহরে কয়েকদফায় বিক্ষোভ করেন এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!