খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা থেকে তালা কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে চুরি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা থেকে তালা কেটে ভেতরে ঢুকে ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখার থেকে তালা কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের সব সিকিউরিটি ভেঙে টাকা লুট হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সময় নিরাপত্তা কর্মীরা ছিল না। সিসি টিভি ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
রূপসা ঘাট বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকার বেশি ছিল। সেখানে ১ হাজার ৪২০ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করে সকলে চলে যান। শুক্রবার রাত ১০টার দিকে চুরির খবর পাওয়া যায়।