• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইউপি চেয়ারম্যানকে অপহরণ করল কেএনএফ


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৯:০৬ পিএম
ইউপি চেয়ারম্যানকে অপহরণ করল কেএনএফ
উহ্লা মং মারমা। ছবি : সংগৃহীত

বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা

রোববার (১৪ জানুয়ারি) কেওক্রাডং এলাকার হারমুন পাড়ার ৪ নম্বর কালভার্ট সড়ক থেকে তাকে অপহরণ করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লামং মার্মা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে বিভিন্ন সময় মানববন্ধন করে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। আর এই ক্ষোভ থেকে তাকে অপহরণ করা হতে পারে।

অপহৃত চেয়ারম্যানের স্ত্রী পিয়ান এং ময় বম বলেন, “উহ্লামং মারমা সকালে কিওক্রাডং এলাকায় কাজে গিয়েছিলেন। সেখান থেকে বেলা সাড়ে ৩টার দিকে ফেরার পথে কেওক্রাডং-রুমা সড়কের ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছালে গাড়ি আটকিয়ে উহ্লামং মারমাকে অপহরণ করে কেএনএফ।”

এ সময় তাদের হাতে ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে।

ওসি মুহাম্মদ শাহজাহান বলেন, “পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মাকে কেএনএফ সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধারের অভিযান চলছে।”

Link copied!