হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৮:০৫ পিএম
হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ি উদয়পুর ইউনিয়নের নওয়ানা সারুঞ্জা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
চেয়ারম্যান ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী এজাহারনামীয় আসামি। নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।

 

Link copied!