• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অচেতন প্রাইভেট কারের চালককে উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০২:১৬ পিএম
বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অচেতন প্রাইভেট কারের চালককে উদ্ধার
জেলার মানচিত্র

সাতক্ষীরার পাটকেলঘাটার থেকে বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক প্রাইভেট কার চালককে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) সকালে মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেট কারে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। 

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেখ শাহিন খুলনা সদর উপজেলার আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেটকারে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তার ভেতর হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তিকে আবিষ্কার করেন। পুলিশের সাহায্যে প্রথমে তাকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইডি কার্ড দেখে তাঁর পরিচয় পাওয়া যায়।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Link copied!