ফরিদপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে ট্যাংকের ভেতরে আটকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের চরকমলাপুর এলাকায় জাহাঙ্গীর আলমের ছয় তলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই।
নিহতরা হলেন রাজমিস্ত্রির সহকারী সায়েম মুসুল্লি (২০) ও উপ-ঠিকাদার আকরাম হোসেন বাবু (৪৫)। সায়েম মুসুল্লি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের মৃত রাশেদ মুসুল্লির ছেলে এবং আকরাম হোসেন বাবু শহরের রঘুনন্দনপুর এলাকার ছত্তার মিয়ার ছেলে।
জানা যায়, সকালে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে ট্যাংকের ভেতরে প্রথমে প্রবেশ করেন রাজমিস্ত্রির সহকারী সায়েম মুসুল্লি (২০) ও আরও কয়েকজন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চিৎকার দিলে এগিয়ে যান উপ-ঠিকাদার আকরাম হোসেন বাবু (৪৫)। সায়েমকে উপরে উঠাতে গেলে তিনিও পড়ে যান ট্যাংকের ভেতরে।
পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সায়েম ও আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে। নির্মাণাধীন ভবনের কাজ দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় কাজ শুরু করে শ্রমিকরা। সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণেই মারা যান দুজন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই শ্রমিককে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে।