দুই গ্রুপের সংঘর্ষ, ২ ভাইকে পিটিয়ে হত্যা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:৪৭ পিএম
দুই গ্রুপের সংঘর্ষ, ২ ভাইকে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিন্টু আনোয়ার (৬৫) ও আমির হামজা (৪৮)। তারা মৃত খোদবকসর ছেলে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান, দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধে আজ দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জেরে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।’ 

Link copied!