• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বাস-নছিমন সংঘর্ষে নিহত তিন


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৯:৫৮ এএম
বাস-নছিমন সংঘর্ষে নিহত তিন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫), একই গ্রামের সঞ্জয় বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগী (৩৪)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সদর উপজেলার শুকতইল ইউনিয়নের তালা বাজারে সবজি বিক্রি শেষে চার ব্যবসায়ী নছিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনাশুরে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। নছিমনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ব্যবসায়ী দীনেশ অধিকারী নিহত হন।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীর মৃত্যু হয়।

Link copied!