• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৩:০৩ পিএম
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রামে আবারও ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছ এসব নদ-নদীর পানি। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়ে পড়ছে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলসহ নতুন নতুন জেগে ওঠা চরাঞ্চল। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলের দুর্ভোগ পড়েছে মানুষের। তবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে জেলায় নদী ভাঙনের তীব্রতা অনেকটা কমেছে।

সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজারের ছড়ার পাড় এলাকার নওশাদ আলী বলেন, “কিছুদিন আগে বন্যা এসে রাস্তাঘাট তলিয়ে গেছিল। যাতায়াতে আমাদের খুব কষ্ট ছিল। পানি কমার পর কয়েক দিন ভালোভাবে যাতায়াত করছি। আবারও পানি বাড়ার কারণে রাস্তায় হাঁটুপানি হয়েছে।”

ওই এলাকার রুবেল মিয়া বলেন, “বাড়ির চারিদিকে পানি ঠিকমতো বের হওয়া যাচ্ছে না। বাড়ি থেকে হাটবাজার করারও সমস্যা হয়েছে। এদিকে আবার ছোট ছোট বাচ্চাদের নিয়েও চিন্তার শেষ নেই। কখন যে পানিতে চলে যায় ভয়ে থাকি আমরা। গত বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ার পর কিছু ছিল তা-ও এই পানিতে শেষ।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বুধবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি নুনখাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার, ধরলা সদর পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, দুধকুমার পাটেশ্বরী পয়েন্টে ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি ১৭ জুলাই পর্যন্ত বিপৎসীমার কাছাকাছি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Link copied!