• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইরি ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৩:৪৯ পিএম
ইরি ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

নওগাঁ আত্রাই উপজেলার মাঠে মাঠে এখন ইরি ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। সকাল থেকে সন্ধা পর্যন্ত ইরি ক্ষেতে পরিচর্যার বিভিন্ন কাজ করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। উপজেলায় ইরি ক্ষেতে চারা লাগানোর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এখন উপজেলার সব মাঠের যে দিকে চোখ যায় সে দিকে দেখা যাচ্ছে কচি সবুজ উঠতি বয়সের ইরি ধানের চারা।

তাই উপজেলার কৃষকেরা বুকে রঙ্গিন স্বপ্ন ধারণ করে ইরি ধানের ক্ষেতে চলছে পরিচর্যার কাজ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকেরা কেউ সার-কীটনাশক প্রয়োগ করছেন, কেউবা আগাছা পরিষ্কার করছেন, কেউ আবার জমিতে পানি সেচের কাজে ব্যস্ত। এই দৃশ্য দেখে মনে হবে, কৃষকদের কাঙ্খিত ফসল ভালোভাবে ফলাতে দম ফেলানোর সময় নেই তাদের।

কৃষক তেফায়েল হোসেন বলেন, “আমি এখন ধান ক্ষেতে দ্বিতীয় দফায় সার প্রয়োগ করছি। চারা গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবার ভালো ফলন পাওয়া যেতে পারে।”

কৃষক আবুতালেব বলেন, “নিচু জমিগুলোতে আমি আগে চারা রোপণ করেছি, এখন চারার আগাছা পরিষ্কার করছি। সোনালী ফসল ঘরে তুলার আগ পর্যন্ত আমাদের এই ব্যস্ততা থাকবে।”

কৃষক ইদ্দিস আলী বলেন, “আমরা কৃষির ওপর নীর্ভরশীল, তাই এই ইরি আবাদের পুরো সময় আমাদের ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত থাকতে হয়।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় হাইব্রিড ৩ হাজার ৬০ হেক্টর এবং উফশী ১৫ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছে। কৃষকেরা নিচু জমিগুলোতে আগে চারা রোপণ করছেন এবং নিয়মিতভাবে তারা পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন। যাতে প্রাকৃতিকভাবে কানো ক্ষতি হওয়ার আগে তারা ফসল ঘরে তুলতে পারেন।

চলতি বছর উপজেলায় বোরো ধানের মধ্যে হিরা-২, হিরা-৬, ব্যাবিলন-২, ব্রি-৯০, ব্রি-২৯, ব্রি-৯০সহ হাইব্রিট জাতের ধান আবাদের দিকে বেশি বেশি ঝুঁকেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, “এখন ইরি ধান ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ইরি চাষ আবাদে কৃষকদের সার্বক্ষণিক সব ধরনের পরামর্শ প্রদান করছে উপজেলা কৃষি অধিদপ্তর। তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।”

Link copied!