• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক আটক


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ১০:৪৭ এএম
সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে প্রবেশের দায়ে রাজশাহীর পদ্মার তীর থেকে সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটকদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। আটক ব্যক্তিরা হলেন আইনুল হক (৫৫) ও মো. শোয়েব নবী শেখ (৪০)। আইনুল ও শোয়েব যথাক্রমে ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আব্দুর রহিম ও জার্মান আলীর ছেলে।

রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, “অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুইজনকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।”

Link copied!