• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পিডিবির কর্মচারীর আত্মহত্যা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৮:১১ পিএম
পিডিবির কর্মচারীর আত্মহত্যা

রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়াজ মোর্শেদ (৩৬) নামের এক কর্মচারী নিজ বাসায় আত্মহত্যা করেছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় সরকারি বাংলা কলোনির নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।

নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকায়।

৭নং ওর্য়াডের ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তাকে বিদ্যুৎকেন্দ্রের অ্যাম্বুলেন্সযোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!