• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুরে ক্যালিগ্রাফি ও দেয়াল লিখনে ব্যস্ত শিক্ষার্থীরা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০২:৩৬ পিএম
ফরিদপুরে ক্যালিগ্রাফি ও দেয়াল লিখনে ব্যস্ত শিক্ষার্থীরা

ফরিদপুর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন কার্যক্রম চালান তারা।

শিক্ষার্থীরা জানান, “দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতন করে সাজাব।”

শিক্ষার্থীরা আরও বলেন, “দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা। তারুণ্যের শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে। প্রাণের টানে তারা এসেছেন, কাজ করছেন। অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না।”

দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। রং নিয়ে তুলির আঁচড়ে সব সড়ক রঙিন করা হচ্ছে।

Link copied!