মাগুরায় সাপের কামড়ে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে পুলিশ ওই পরীক্ষার্থীর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে রোববার রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম শাওন শিকদার (১৯)। তিনি শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে ও আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
স্বজনেরা জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরেক ওঝার কাছে নেওয়া হয়। তবে সময় বেশি হওয়ার সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের (আরএমও) ডা.মামুনুর রশীদ বলেন, সাপে কামড় দেওয়া তরুণকে আগে ওঝার বাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































