• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

পুকুরে মিলল রুপালি ইলিশ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৮:৪৪ এএম
পুকুরে মিলল রুপালি ইলিশ
পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ। ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে পুকুরে ধরা পড়েছে একটি রুপালি ইলিশ। মাছটির ওজন ৬০০ গ্রাম। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ অ্যাগ্রো ফার্মের পুকুর থেকে ইলিশ মাছটি পাওয়া যায়।

অ্যাগ্রো ফার্মটির চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, “আমাদের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়ে যাই। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।”

ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, “মাছটিকে আমরা খাওয়ার জন্য রেখেছি। এই পুকুরের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট শাখা নদী। যেখান থেকে ইলিশটি প্রবেশ করতে পারে বলে ধারনা করছি।”

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পুকুরে বা ঘেরের পানির ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্র বা নদীর ইলিশের মতো ঠিক থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে বলে ধারণা করছি।”

Link copied!