• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ভুয়া কাবিননামায় চার বছর ধরে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০২:২৭ পিএম
ভুয়া কাবিননামায় চার বছর ধরে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মুশফিকুর রহমান মুন্না। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে ভুয়া কাবিননামা দিয়ে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রী পরিচয়ে দীর্ঘ চার বছর ধরে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুশফিকুর রহমান মুন্না (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) ভোরে হাকিমপুর উপজেলার বোয়ালদাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুন্না হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান বলেন, “অভিযুক্ত মুন্না গত চার বছর ধরে ভুয়া কাবিননামার মাধ্যমে ভুক্তভোগী নারীকে স্ত্রীর পরিচয়ে ধর্ষণ করে আসছিল। গত একমাস আগে ওই নারী বুঝতে পারে যে মুন্না বিয়ের নামে তার সঙ্গে প্রতারণা করেছে এবং তার দেখানো কাবিননামাটি ভুয়া। এ বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে ওই নারী গার্মেন্টসে চাকরি করার জন্য ঢাকায় চলে যায়। এর জেরে প্রতারক মুন্না গত ১১ মার্চ ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।”

তিনি আরও বলেন, “ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোরে অভিযুক্ত মুন্নাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
 

Link copied!