রংপুর সিটি করপোরেশনের গায়েবানা জানাজা পড়েছে এলাকাবাসী। রোববার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন রাস্তায় এই প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করেন তারা।
এতে অংশ নেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। প্রতীবাদস্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদরাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।
জানা গেছে, রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা হলেও সিটি করপোরেশনের কোনো ভ্রূক্ষেপ নেই। সড়কটি সংস্কার নিয়ে একাধিকবার আবেদন জানানো হলেও রসিক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে দাবি করে অভিনব প্রতিবাদ জানিয়ে প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করে এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের ভয়ংকর দশা যেন দেখার কেউ নেই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি করপোরেশনের। কিন্তু সড়কের বেহাল দশায় তাদের ভ্রূক্ষেপ নেই। এজন্য সাতমাথাবাসী মনে করে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই প্রতিবাদ স্বরূপ সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা নানাভাবে চেষ্টা করেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে, কিন্তু লাভ হয়নি। শুধু আশার বানী শুনিয়েছেন তারা।”
গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল নিয়ে সাতমাথা শহীদ চত্বরে অবস্থান নেয় এলাকাবাসী। সেখান থেকে তারা ঘোষণা দেয় দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার না করলে সড়কটি বন্ধ করে বৃহৎ কর্মসূচি পালন করা হবে।