• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ আবারও রিমান্ডে


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০৬:০০ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ আবারও রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মহিদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১১ জুন) জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। এ সময় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর সোমবার (১২ জুন) তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

তিনি আরও জানান, চাঁদ অসুস্থ থাকায় সোমবার তার রিমান্ড শুনানি হয়নি। তাই বুধবার শুনানির তারিখ ধার্য করা হয়। সেই অনুযায়ী রিমান্ড শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ৩০ মে দ্বিতীয় দফায়  পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ২১ মে রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে। পরদিন ২২ মে সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার এই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

Link copied!