• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ওপারে গোলাগুলি, বাড়িঘর ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৩:৪০ পিএম
ওপারে গোলাগুলি, বাড়িঘর ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা
ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়েছেন অনেক বাসিন্দারা।

রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠের কাছে ৪৯, ৫০নং সীমান্ত পিলারের ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এর আগে, শনিবার দুপুরে বাহিরমাঠের কাছে ৪৯, ৫০নং সীমান্ত পিলার বরাবর ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি এবং সে দেশের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। সে সময় একটি গুলি এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে।

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান বলেন, “দোছড়ি সীমান্তের বাহিরমাঠ এলাকা বরাবর মিয়ানমারে সাড়ে ১১টার পর থেকে আবারও গুলির শব্দ শোনা গেছে। আমি ইতোমধ্যে সীমান্তে বসবাসরত দুই শতাধিক পরিবারকে নিরাপদে আসার জন্য নির্দেশনা দিয়েছি। তারা অনেকেই নিকটাত্মীয়ের বাসায় চলে গেছে। আরও অনেকে সরে যাচ্ছেন।”

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, “সীমান্তের ওপারে গোলাগুলি হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকার ৪০-৫০টি পরিবার স্বেচ্ছায় বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।”

Link copied!