• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভোটের মাঠেও ‘ছক্কা’ হাঁকালেন সাকিব


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১০:২২ পিএম
ভোটের মাঠেও ‘ছক্কা’ হাঁকালেন সাকিব
জয়ের পর সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন নাজমুল হোসেন অপু ও রনি তালুকদার। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ক্রিটেকার সাকিব আল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলামের চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি ভোট পেয়েছেন তিনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী, সাকিবের নৌকা পেয়েছে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট। আর কাজী রেজাউল পেয়েছেন পাঁচ হাজার ৪৭৬ ভোট। এই আসনে মোট ভোটার চার লাখ ৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৮৬২ ও নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ৬২১ জন।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা শেষ হয় বিকেল ৪টায়। 

Link copied!