• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

সিরাজগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৮:৪৭ পিএম
সিরাজগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় হবিবর রহমান হবি হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কানিস ফাতিমা এই রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সরোয়ার খান নবাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট সাত আসামির মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দণ্ড দেন এবং একজনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার পচা শেখের ছেলে জুড়ান শেখ, তার স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন, সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, অসীম খাঁর ছেলে কুড়ান খাঁ এবং শাহ আলীর স্ত্রী ফুলমালা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন হবিবর রহমান। পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ অক্টোবর বিকেলে বাড়ির পাশের ফসলি জমির পানির মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবার পরে জানতে পারে, হবিবর রহমান প্রতিবেশী নারী ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। বিষয়টি এলাকায় সমালোচনার জন্ম দেয়। এই সম্পর্ককে কেন্দ্র করেই ফুলমালা ও অন্য আসামিরা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে কাজীপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ জানুয়ারি সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
 

Link copied!