• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ফেনীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৩:১০ পিএম
ফেনীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস। প্রতি বছরের মতো এবারও ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার গান, কবিতা ও কথামালায় উদযাপন করেছে জাতীয় গ্রন্থাগার দিবস।

এতে প্রধান অতিথি ছিলেন উত্তর বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদা পারভীন শিলা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক আমার ফেনীর বার্তা সম্পাদক ও সংবাদ প্রকাশের জেলা প্রতিনিধি সুরঞ্জিত নাগ।

ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর মাসুদের সভাপতিত্বে সংগীত পরিবেশন করেন শহীদুর রহমান নাহিদ, রুপম সাহা ও কবিতা আবৃত্তি করেন সুরঞ্জিত নাগ ও রায়হান উদ্দিন ইমন।

বক্তারা বলেন, বই ও পাঠাগার একে অন্যের পরিপূরক। পাঠাগার শুধুমাত্র বই-পত্রিকার অবকাঠামো নয়, সমাজ ও জীবনের জন্যও গুরুত্বপূর্ণ। ভাষা, জ্ঞান, সভ্যতা আর সৃজনশীল মানুষে পরিণত হওয়া পাঠাগারের ভূমিকা অসামান্য। ঠিক এই কাজটিই বাংলাদেশের জেলা শহর ফেনীর সীমান্তবর্তী এলাকা, বিলোনিয়ায় গত ৫ বছর ধরে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার করে যাচ্ছে।

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে শেষে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, গল্প ও ছড়া-কবিতার বইসহ খাতা-কলম উপহার দেওয়া হয়।

ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা বিলোনিয়ায় অবস্থিত ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার ২০১৮ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, সংস্কৃতি, পাঠচক্র ও জাতীয় দিবস পালনসহ প্রতি বছর সামাজিক কাজের ধারাবাহিকতা বজায় রেখেছে এ পাঠাগার।

Link copied!