• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় আজমতের ভাই


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১১:১৯ এএম
আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় আজমতের ভাই

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের বড় ভাই আব্দুর রহমান খান।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে ভোট দিতে এসে এ বিড়ম্বনায় পড়েন আব্দুর রহমান খান।

আজমত উল্লা খান জানান, তার বড় ভাইয়ের একটু ঝামেলা হয়েছে। স্মার্ট কার্ড আনতে গেছে। সেটি আনলেই ভোট দিতে পারবেন। একই সঙ্গে কোনো ভোটারের যদি আঙুলের ছাপ না মেলে, তাহলে স্মার্ট কার্ড দিয়ে তিনি ভোট দিতে পারবেন বলেও জানান আজমত।

পরে অবশ্য স্মার্ট কার্ড দিয়ে আব্দুল রহমান ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন আজমত উল্লা খানের ব্যক্তিগত সহকারী (অস্থায়ী) শাহজাহান তপন। তিনি বলেন, “আজমত উল্লা খানের বড় ভাইয়ের বয়স প্রায় ৭৭ বছর। এজন্য আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে সমস্যা হয়েছে। পরে স্মার্ট কার্ড দিয়ে তিনি ভোট দিয়েছেন।”

ইভিএমের ধীরগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আজমত উল্লা বলেন, “কয়েক জায়গা থেকে এমন অভিযোগ এসেছে। তবে নির্বাচন কমিশন ঠিক করে ফেলছে। আমি অনুরোধ করব, যদি নির্দিষ্ট সময়ের পর ভোটার বাকি থেকে যায়, তাহলে যেন সময় বাড়িয়ে ভোট নেওয়া হয়।”

Link copied!