• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে খুন


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৮:৪১ পিএম
কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে খুন

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে মো. শফিকুল ইসলাম সাইলু (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামিদ খান হাটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইলু উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছোট ছেলে সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। তাই ছোট ভাইকে মাদক সেবন করতে নিষেধ করেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে সাইম কাচি দিয়ে বড় ভাই সাইলুকে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেল ৬টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!