• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:২৯ পিএম
মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
ভোলা কোরাইশী । ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে একটি মসজিদে নামাজে সেজদারত অবস্থায় ভোলা কোরাইশী (৫৩) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজর নামাজের সুন্নাত নামাজ পড়ার সময় তিনি মারা যান।

ভোলা কোরাইশী বাঁশবাড়ী পুরাতন কিলখানা মহল্লার বাসিন্দা মৃত খয়রাতী কোরাইশীর তৃতীয় ছেলে। তিনি পেশায় একজন গোশত ব্যবসায়ী (কসাই) ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদে ফজর নামাজ আদায় করতে যান ভোলা কোরাইশী। সেখানে সুন্নত নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লিরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ফরজ নামাজ শেষ করে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন।

মরহুমের ছোট ভাই নাদিম কোরাইশী (ছটু) জানান, “বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বচ্ছরই সপ্তাহে ৩ দিন নফল রোজা পালন করতেন। সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কোরআন শরিফ পড়া শিখতেন।”

Link copied!